বরাবরই ঈশ্বরবিশ্বাসী তিনি। ভক্তিভরে পুজো-আচ্চা করে থাকেন। গতকাল, অর্থাৎ শনিবার তারাপীঠে এসে তারা মায়ের পুজো দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন পুজো দিয়ে মদন মিত্র জানান, ‘’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিভিন্ন সরকারি প্রকল্প দিয়ে ইতিমধ্যেই রাজ্যের ১০ থেকে ১২ কোটি মানুষকে সুরক্ষা কবচ দিয়েছেন। কোনও জায়গায় যদি আমরা ভুল করে থাকি তাহলে তা ধরিয়ে দেবেন এমনই প্রার্থনা করলাম তারা মায়ের কাছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে সারা বাংলায় তৃণমূলের ফুল ফুটবে। বড় যুদ্ধে যাওয়ার আগে যেমন মায়ের কাছে আশীর্বাদ চাইতে হয় সেই রকম মায়ের কাছে আশীর্বাদ চাইতে এসেছি।”
পাশাপাশি, সম্প্রতি বিশ্বভারতীতে অমর্ত্য সেনের জমি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কড়া ভাষায় কটাক্ষ করেন মদন মিত্র। বিদ্যুৎবাবুকে ‘‘পাগল, ছাগল এবং অশিক্ষিত লোক’’ বলে নিন্দা করেন তিনি। পাশাপাশি জানান, দিন কয়েক পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, এবং তিনিই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে নানান প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে শুভেন্দুকে একহাত নেন মদন মিত্র। ‘‘পঞ্চায়েত ভোটের পর শুভেন্দু অধিকারী যেমন ঘুরছেন তেমন ঘুরবেন কিন্তু তার পিছনে কেউ থাকবে না। কেবল ৭০-৮০ জনের সিআরপিএফ টিম থাকবে’’, বলেন তৃণমূল নেতা।