সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির নির্মিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’। ছবিটি তৈরি হয়েছে গুজরাত-হিংসা এবং সে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে। ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে তোলপাড়। ভারতে তথ্যচিত্রটির প্রদর্শন বন্ধ করতে রীতিমতো উঠেপড়ে লেগেছে মোদী সরকার। এবার বিবিসিকে ‘নিষিদ্ধ’ করার দাবি জানিয়ে মুখর হল হিন্দু সেনা। রবিবার নয়াদিল্লীর কস্তুরবা গান্ধী মার্গে বিবিসির দফতরের বাইরে এ নিয়ে পোস্টার সাঁটিয়েছেন হিন্দু সেনার কর্মীরা। যদিও বিবিসি দাবি করেছে, যথেষ্ট গবেষণা করে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। মোদীকে নিয়ে ওই তথ্যচিত্রের লিঙ্ক সমাজমাধ্যম থেকে তুলে নেওয়ার জন্য টুইটার ও ইউটিউবকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের এই পদক্ষেপকে ‘সেন্সরশিপ’ অআখ্যা দিয়েছে নিন্দায় সরব হয়েছে বিরোধী দলগুলি।
প্রসঙ্গত উল্লেখ্য, উক্ত তথ্যচিত্রের প্রদর্শনী ঘিরে উত্তাপ ছড়িয়েছে দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), জামিয়া মিলিয়া ইসলামিয়া, দিল্লী বিশ্ববিদ্যালয়ে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, মুম্বইয়ের ‘টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস’(টিআইএসএস), তিরুঅনন্তপুরমের একটি আইন কলেজ ও হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্র দেখানো হয়েছে। ‘ইন্ডিয়া টুডে’কে হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্ত বলেছেন, ‘‘দেশে একতা এবং অখণ্ডতার কাছে বিবিসি বিপজ্জনক।” অবিলম্বে বিবিসিকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন তিনি।