যে সব দুর্নীতি নিয়ে শাসকের দিকে আঙুল তুলছেন বিজেপির শুভেন্দু অধিকারী, এ বার সেই সব তির তাঁর দিকেই ঘুরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরু-কয়লা পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি পর্যন্ত সব কিছুর দিকে ইঙ্গিত করে অভিষেকের দাবি, ‘শুভেন্দুকে ধরা হোক। উনি সব জানেন।’
অভিষেকের বিরুদ্ধে একাধিক বার রিগিংয়ের অভিযোগ করেছেন শুভেন্দু-সহ অন্য বিরোধীরা। শুভেন্দুর সেই অভিযোগের জবাবে অভিষেক বলেন, ‘পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে না পারলে আমাকে বলবেন। আমি দাঁড়িয়ে থেকে মনোনয়ন দেওয়াব।’ সেই সঙ্গে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘৭০ হাজার প্রার্থীর তালিকা তৈরি করতে হবে তো! সেই দায়িত্ব তো শুভেন্দু অধিকারীকে নিতে হবে। প্রার্থী খুঁজে দিতে পারব না।’
রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে অভিষেক এ দিন ১০০ দিনের কাজের প্রসঙ্গ তুলেছেন। এ দিন ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের ৬ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে। ভুয়ো জব কার্ডের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যগুলি। কারও টাকা আটকানো হয়নি। জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্যও দেয়নি কেন্দ্র।’