পড়ুয়াদের জন্য এল বড়সড় সুখবর। এবার বাংলায় নতুন করে বাড়তে চলেছে ৬০৬টি মেডিক্যাল আসন। স্নাতকোত্তরে এই আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই রাজ্যে মেডিক্যালে স্নাতকোত্তের আসন সংখ্যা রয়েছে ১৯৪০টি। এর ফলে তা বেড়ে ২৫৪৬টি আসন হল। এর ফলে এমডি বা এমএসে প্রায় ৩১ শতাংশ আসন সংখ্যা বাড়ল। শুক্রবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্য সরকারকে তথ্য জানিয়েছে। নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে। এর জন্য অতিরিক্ত ৭০০ কোটির বেশি টাকা খরচ হবে। তাতে কেন্দ্রীয় সরকার দেবে ৬০ শতাংশ টাকা। রাজ্য সরকার দেবে ৪০ শতাংশ টাকা। আগামী শিক্ষাবর্ষ থেকেই ওই বাড়তি আসনে পঠঢন পাঠন শুরু হবে। তাতে ২০ টি স্পেশ্যাল কোর্স পড়ানো হবে। এমার্জেন্সি মেডিসিনের মতো কিছু কোর্স খুলে একাধিক মেডিক্যাল কলেজকে ওই নতুন আসনে ভর্তি নিতে হবে।
উল্লেখ্য, বাংলায় মোট ২৩টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। এর ফলে প্রতি বছর আরও বেশি স্পেশ্যালিস্ট ডাক্তার পাশ আউট করে বের হবেন। জানা গিয়েছে, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজে আসন বৃদ্ধ হচ্ছে। ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, কোচবিহার মেডিক্যাল কলেজেও ওই আসন বাড়ছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, আই আসন সংখ্যা বাড়ার ফলে ডাক্তারি পড়ুয়ারা উপকৃত হবেন। নিজের রাজ্যেই এমএস বা এমডি করার সুযোগ পাবেন। উপকৃত হবেন রোগীরাও। পড়াশোনা চলাকালীনই ওই ডাক্তারি পড়ুয়ারা ইন্টার্নশিপ করেন হাসপাতালগুলিতে। জুনিয়র ডাক্তার হিসেবে রোগী দেখেন। আমাদের রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে শুশ্রূষায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই হিসেবে রোগী পরিষেবা আরও উন্নত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
