আর মাত্র কয়েকদিন। তারপরেই বই-উৎসবে মেতে উঠবে কলকাতা। আগামী সপ্তাহ থেকেই শহরে শুরু হচ্ছে ৪৬ তম আন্তর্জাতিক বইমেলা। মঙ্গলবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসবে বইমেলার আসর। চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। ২ বছরের করোনা কাল পেরিয়ে এবছর রেকর্ড ভিড় ও ব্যবসার আশায় উদ্যোক্তারা। আর বইপ্রেমীদের সুবিধার জন্য বইমেলার কয়েকদিন বাড়তি মেট্রো চলবে ইস্ট-ওয়েস্ট রুটে। অর্থাৎ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অতিরিক্ত মেট্রো পাবেন সাধারণ মানুষ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর তরফে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩১শে জানুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়তি মেট্রো চালানো হবে। অন্যান্য দিন ১০৬ টি মেট্রো চলে। বইমেলা উপলক্ষে চলবে ১২০ টি ট্রেন। এই কয়েকদিনের মধ্যে ৫ ও ১২ই ফেব্রুয়ারি রবিবার। এমনিতে রবিবার এই রুটে মেট্রো না চললেও এই দুই রবিবার চলবে মেট্রো। আপ ও ডাউনে ৪০ টি করে মোট ৮০ টি মেট্রো চলবে। এছাড়া অন্যান্য দিনেও মেট্রোর সময়সূচিতে বদল হচ্ছে। চলবে বাড়তি ট্রেনও।
পাশাপাশি, উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ তারিখ থেকে শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ গামী প্রথম মেট্রো চালু হবে সকাল ৬.৫০ থেকে। এখন তা ৬.৫৫এ ছাড়ে। আর উলটোদিক অর্থাৎ সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে সকাল ৭টায়। ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। শেষ মেট্রোটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৯.৩৫-এ। আর সেক্টর ফাইভ থেকে ৯.৪০-তে ছাড়বে শেষ ট্রেন। রবিবার অবশ্য সময়সূচি একটু ভিন্ন। ওইদিন দুপুর ১২.৫০ থেকে চলবে মেট্রো। শেষ মেট্রো রাত ১০টায়। বইমেলা হচ্ছে সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। অন্তত দুটি মেট্রো স্টেশন থেকে বইমেলার গেটে পৌঁছনো যাবে সহজেই। সেন্ট্রাল পার্ক ও করুণাময়ী মেট্রো স্টেশনে নামলে বইমেলার দুটি গেটই সামনে। কাজেই মেট্রো রুটে জনসাধারণ যাতায়াত করবেন, সেই আশায় তাঁদের সুবিধার জন্যই ইস্ট-ওয়েস্ট কর্তৃপক্ষ বাড়তি মেট্রো চালাবার সিদ্ধান্ত নিয়েছে।