কেটে গিয়েছে তিন মাস। গুজরাতের মোরবী সেতুর মর্মান্তিক বিপর্যয়ে নিয়ে এখনও অব্যাহত টানাপোড়েন। শেষমেশ সেতুর দেখভাল-সংস্থার ঘাড়েই দোষ চাপাল সে রাজ্যের বিজেপিশাসিত সরকার। দু্র্ঘটনা নিয়ে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তাতে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণকারী সংস্থার প্রধান জয়সুখ প্যাটেলের। ওরেভা গোষ্ঠীর প্রোমোটার এবং অজন্তা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ ঘটনার পর থেকেই ফেরার। গত সপ্তাহে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মোরবীর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। ১৬ই জানুয়ারি আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন জয়সুখ। এ বার ১,২৬২ পাতার চার্জশিটে তাঁকেই মূল অভিযুক্ত হিসাবে জানিয়েছে পুলিশ। এও জানিয়েছে, তিনি ফেরার।
এপ্রসঙ্গে পুলিশ আধিকারিক অশোক যাদব বলেন, ‘‘তাঁকে শীঘ্র গ্রেফতারের জন্য সব রকমের পদক্ষেপ করা হচ্ছে। তবে এখনও তাঁর খোঁজ মেলেনি।’’ সংস্কারের জন্য বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি মোরবী সেতু। খোলার চার দিনের মাথায় ৩০ অক্টোবর মাচ্ছু নদীর উপর ওই সেতু ভেঙে পড়ে। মারা যান ১৩৫ জন। দুর্ঘটনার সময় সেতুর উপর ছিলেন ৩০০ জন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অত জনের ভার রাখতে পারেনি বলে পুরনো সেতুটি ভেঙে পড়ে। ক্রমে তদন্তে জানা যায়, সেতুর সংস্কারে খামতি ছিল। সে কারণেই বিপর্যয়। সংস্কারের দায়িত্বে ছিল ওরেভা সংস্থা। যারা অজন্তা ব্র্যান্ডের ঘড়ি তৈরি করে। সেই সংস্থার প্রধানেরই নাম রয়েছে চার্জশিটে। এখন পর্যন্ত ঘটনায় ন’জনকে গ্রেফতার করেছে মোরবী পুলিশ। এখনও ফেরার দশম অভিযুক্ত জয়সুখ প্যাটেল।