হাতে আর বেশিদিন নেই। আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আর তার আগে এবার মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার বই মেলা প্রাঙ্গনে আসেন তিনি।
৩০ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন ৪৬ তম কলকাতা বই মেলার। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩১ জানুয়ারি থেকে সল্টলেকের বই মেলা প্রাঙ্গন খুলে দেওয়া হবে সকল বই প্রেমীদের জন্য। উদ্বোধনের আগে চলছে জোর কদমে প্রস্তুতি। এই প্রস্তুতি পর্বে মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন দমকল মন্ত্রী সুজিত। ছিলেন দমকলের ডিজি সহ একাধিক কর্মকর্তা।
এছাড়া পুলিশ ও গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অন্য কর্মকর্তাদের নিয়ে মেলা প্রাঙ্গনের সমস্ত অংশ ঘুরে দেখেন সুজিত বসু। কোনও রকম দুর্ঘটনা এড়াতে এবার বিশেষ করে জোর দেওয়া হয়েছে বৈদ্যুতিক তারের সংযোগস্থলগুলি ভাল ভাবে দেখে নেওয়া।
দমকল মন্ত্রী জানিয়েছেন, পুরোনো বৈদ্যুতিক তারের বদলে নতুন তার ব্যবহার করতে বলা হয়েছে। একইসঙ্গে এদিন তিনি খতিয়ে দেখেন অগ্নি নির্বাপন ব্যবস্থাও। কোথায় দমকলের টেন্ডার রাখা রাখবে, জলের ব্যবস্থা কোথায় কী আছে, সমস্ত কিছু খতিয়ে দেখেন মন্ত্রী ও দমকলের কর্মকর্তারা।
মন্ত্রী জানান, দমকলের ছোট ছোট বাইক মোতায়েন থাকবে মেলা প্রাঙ্গনে। এছাড়াও বড় দমকলের গাড়িও থাকবে। পর্যাপ্ত ব্যবস্থায় নেওয়া হচ্ছে সতর্কতা বলে জানিয়েছেন সুজিত বসু।পরিদর্শনের পাশাপাশি গিল্ডের কর্মকর্তা ও পুলিশের সঙ্গেও একপ্রস্থ বৈঠক করেন মন্ত্রী সুজিত বসু।