পরিবহণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রেন পরিষেবা। রেলের ওপর ভরসা করে চলতে হয় বহু মানুষকেই। কিন্তু সেই রেলের সিদ্ধান্তেই এবার ফের দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। আজ, ২৭ জানুয়ারিও দেশ জুড়ে ২৮৭ লোকাল, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। এবং ৪৪ ট্রেনের যাত্রাপথের পরিবর্তন এবং ৪০ ট্রেনের গতিপথ ছোট করা হয়েছে। একাধিক রাজ্যের মধ্যে চলাচলকারী ট্রেনও রয়েছে এর মধ্যে। পাঞ্জাব, দিল্লী, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার, তামিলনাড়ুর পাশাপাশি বাংলায় চলাচলকারী একাধিক ট্রেন রয়েছে বাতিলের তালিকায়। তার মধ্যে রয়েছে শিয়ালদহ সেকশনের কিছু ট্রেনও।
২৭ জানুয়ারি বাতিল ০৩০৮৫ আজিমগঞ্জ জং-নলহাটি জং লোকাল। যা রাত ১০টা ২৫ মিনিটে আজিমগঞ্জ ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে নলহাটি পৌঁছনোর কথা। নলহাটি থেকে আজিমগঞ্জ আসার একটি ট্রেনও বাতিল থাকবে। সকাল ৭টা ৫ মিনিটে আসানসোল ছেড়ে বোকারো স্টিল সিটির যাওয়া ট্রেনটিও বাতিল হয়েছে। শিয়ালদহ- আজমেঢ় এক্সপ্রেসও বাতিল থাকবে। শিয়ালদহ মেন ও সাউথ সেকশনেরও কতগুলি ট্রেন বাতিল। আবার হাওড়া থেকে কর্ড লাইনে চলাচলকারী কয়েকটি ট্রেন বাতিল থাকবে। আপ ও ডাউনে তিন জোড়া নৈহাটি লোকাল ও রানাঘাট- নৈহাটি লোকাল। নামখানা ও লক্ষীকান্তপুর লোকালও বাতিল থাকবে। হাওড়া কর্ড লাইনের হাওড়া-বারুইপাড়া, হাওড়া-চন্দনপুর লোকাল বাতিল থাকবে। বেশ কয়েকটি কর্ড লাইনের বর্ধমান লোকালও বাতিল থাকবে।