কাটল না জট। মিলল না কোনও সুরাহাসূত্র। এবার
দিল্লীর মেয়র নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আপের প্রার্থী শেলি ওয়েরয়। তাঁর দাবি, অবাধ ভোটাভুটি নিশ্চিত করতে উপ রাজ্যপাল বিকে সাক্সেনাকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, দিল্লীর পুর নিগমের ভোটের ফল প্রকাশিত হয়েছে গত ৭ই ডিসেম্বর। ৬ই জানুয়ারি নব নির্বাচিত কাউন্সিলদের শপথ গ্রহণের পর মেয়র, ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনের জন্য ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু আপ ও বিজেপি কাউন্সিলদের বাদানুবাদের কারণে করা যায়নি সেই নির্বাচন।
উল্লেখ্য, গত পরশু মঙ্গলবার ফের শপথ গ্রহণ ও ভোটাভুটির কথা ছিল। সেদিন ফের বাকবিতণ্ডা হয় দুই দলের। পুর নিগমের ভোটে ২৫০ ওয়ার্ডের মধ্যে আপ পেয়েছে ১৩৪টি। বিজেপি জিতেছে ১০৪টিতে। মামলায় আপ প্রার্থীর তরফে অভিযোগ করা হয়েছে যে, মেয়র নির্বাচনে গণ্ডগোলের সৃষ্টি করে নিজেদের প্রার্থীকে জেতাতে চাইছে পদ্মশিবির।