দেশের তারকা কুস্তিগিরেরা ধর্নায় বসতেই চাপের মুখে তড়িঘড়ি যৌন হেনস্থায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। তাঁকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুস্তির কাজকর্ম চালানোর জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে মেরি কমের নেতৃত্বাধীন কমিটিকে। কিন্তু সেই কমিটি গঠনের বিরোধিতা করেছেন বিক্ষোভকারী কুস্তিগিররা। সেই বিরোধিতা ভাল ভাবে নিচ্ছে না কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানানো হয়েছে, তদন্তকারী কমিটি নতুন করে গঠন করার প্রশ্নই নেই। তবে কুস্তি প্রতিযোগিতা স্তব্ধ করে দেওয়া হচ্ছে না। জাগ্রেবে কুস্তির র্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নিতে যেতে পারেন কুস্তিগিররা।
গত মঙ্গলবার বিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা মেরি কমের নেতৃত্বাধীন তদন্ত কমিটির বিরোধিতা করে জানিয়েছিলেন, তাঁদের কোনও পরামর্শ নেওয়াই হয়নি। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে বজরং দাবি করেছেন, কুস্তিগিরদের মনোনীত এক ব্যক্তিকে কমিটিতে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু মানা হয়নি। বজরং বলেন, ‘মহিলা কুস্তিগিররা যৌন হেনস্থার শিকার। এটা সাধারণ কোনও ব্যাপার নয়। তাই আমাদের মনোনীত কাউকে কমিটিতে রাখা দরকার। গত শুক্রবার আমাদের আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। যাঁরা কমিটিতে রয়েছেন প্রত্যেককে সমীহ করি। কিন্তু এটা স্পর্শকাতর বিষয়। তাই কমিটিতে এমন একজনকে চাই যাকে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি।’