ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে ক্যাম্পাস চত্বরে সরস্বতী পুজোর অনুমতি দেয়নি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই প্রেসিডেন্সির গেটের বাইরেই পুজো করছে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন সেই পুজোয় হাজির হন মদন মিত্র। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সেখানে প্রতীকী অঞ্জলি ও হাতেখড়িতেও দেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
এদিন মদন বলেন, ‘ছাত্রছাত্রীরা মনে করলে এক মিনিটে জোর করে ভিতরে ঢুকে পুজো করতে পারে। কিন্তু আমরা জোর করতে চাই না। কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হোক। তা চেয়ে প্রতীকী হাতেখড়ি। আমরা বিদ্যাসাগরকে অপবিত্র করছি। প্রজাতন্ত্র দিবসে যখন চারদিকে দরজা খুলে দেওয়া হচ্ছে, তখন কাপুরুষের মতো দরজা ভিতর থেকে বন্ধ রাখা হয়েছে।’ প্রতীকী অঞ্জলি ও হাতে খড়ির পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেটের সামনেই বসে পড়েন মদন, তৃণাঙ্কুররা। প্রেসিডেন্সির বাইরে দাঁড়িয়ে মদন চ্যালেঞ্জ করেন, পরের বছর ক্যাম্পাসের ভিতরেই পুজো হবে।