রাজ্যজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাগদেবীর আরাধনার প্রস্তুতি। আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার সরস্বতী পুজো। অথচ, পঞ্চমী তিথি শুরুর আগেই মহাসমারোহে বাগদেবীর আরাধনা হয়ে গেল ধনিয়াখালির একটি প্রাথমিক স্কুলে! জানতে পেরেই স্কুলে গিয়ে হইচই শুরু করে দিলেন গ্রামের মানুষ। এদিকে শিক্ষকের সাফাই, স্কুলের ক্যালেন্ডার মেনেই নাকি পুজো হয়েছে! ধনিয়াখালিতে বাগনান ভদ্রকালী প্রাথমিক স্কুলে বুধবার সকাল থেকেই হইহই কাণ্ড সেখানে। হোম যজ্ঞ সহকারে দেবী সরস্বতীর পুজো হল সেখানে। পুজো শেষে ছাত্রছাত্রীদের মধ্যে প্রসাদ ও বিতরণ করা হল।
এরপর বিষয়টি জানাজানি হতেই খানিক ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, নেতাজীর জন্মদিনও পালিত হয়নি স্কুলে। শ্রী পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা। সেখানে চতুর্থীতেই সরস্বতী পুজো হয়ে গেল। স্কুলের শিক্ষক অসিত সিং জানালেন, স্কুলের ক্যালেন্ডারে নাকি আজই উল্লেখ আছে পুজোর। যদিও পরে তিনি বলেন “স্কুল পরিদর্শকের অনুমতি নিয়েই এই পুজোর আয়োজন করা হয়েছে।” যদিও এ বিষয়ে স্কুল পরিদর্শক গৌরব মিশ্র বলেন, “আমি কোনও অনুমতি দিইনি। যদি দিতাম তবে তার আওতায় সমস্ত স্কুলেই পুজো হত। একটা স্কুলে হত না।” সরকারি নির্দেশিকা এবং পুজোর দিনক্ষণ মেনেই সেই স্কুলে পুজো হয় বলে জানিয়েছেন তিনি।
