দিল্লির বঙ্গভবনে ঢুকে গুজরাত পুলিশের ‘দাদাগিরি’র অভিযোগে এবার আইনি পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের তরফে দিল্লি পুলিশে গুজরাত পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। দিল্লির চাণক্যপুরী থানায় রাজ্যের তরফে অভিযোগ জানানো হয়েছে। রাজ্যের দাবি, বঙ্গভবনে আগাম অনুমতি না নিয়ে ঢুকে পড়েছিল গুজরাট পুলিশ। তারপরে সিসিটিভি ফুটেজও নষ্ট করা হয়েছে। গুজরাত পুলিশের পাশাপাশি দিল্লি পুলিশের আধিকারিকদেরও মামলায় যোগ করা হয়েছে।
উল্লেখ্য, দিল্লির বঙ্গভবন রাজ্যের সম্পত্তি। গত ২৯ ডিসেম্বর রাতে সেখান থেকেই তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। অভিযোগ, পুলিশ স্থানীয় নিরাপত্তা কর্মীদের ধমকে চমকে, সাকেতকে তুলে নিয়ে গিয়েছে। কার্যত বলপ্রয়োগ করে তৃণমূলের মুখপাত্রকে গ্রেফতার করা হয়েছিল বলেই সেটার প্রমাণ গুজরাত পুলিশ রাখতে চায়নি। সেকারণেই সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়। এটা নিয়ে তৃতীয়বার সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।
দিল্লি পুলিশের এই গাজোয়ারিতে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গত সপ্তাহে মুর্শিদাবাদের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেন, বঙ্গভবন রাজ্যের সম্পত্তি। বিনা অনুমতিতে কেউ গেলে আইনত ব্যবস্থা নিতে হবে। আইন আইনের পথে চলবে। অনুমতি না নিয়ে বাড়িতে ঢুকতে চাইতে পারে। কিন্তু অনুমতি না দেওয়ার পর বেআইনিভাবে দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে গুজরাত পুলিশ বঙ্গভবনে ঢুকেছে। সব সিসি ক্যামেরা খুলে নিয়ে গিয়েছে। গণতন্ত্রে যারা বুলডোজার চালায় তাদের বলি, বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয়। তাদের ক্লোজার হবে’।