পরিযায়ী শ্রমিক বা ভিন রাজ্যে বসবাসকারী ভোটারদের জন্য নির্বাচন কমিশনের প্রস্তাবিত রিমোর্ট ভোটিং মেশিন চালু করার বিরোধিতায় বিজেপি বিরোধী জোটে নেতৃত্ব। রবিবার দিল্লিতে ১৬ দলের বৈঠকে বিরোধিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব দলই রিমোর্ট ভোটিং মেশিন নিয়ে কমিশনের ডাকা বৈঠকে যোগ দিয়ে তাঁদের আপত্তির কথা জানাবেন।
বিরোধীদের যুক্তি, কোন রাজ্যে কত পরিযায়ী শ্রমিক রয়েছে তার কোনও তথ্য কমিশন বা কেন্দ্রের কাছে নেই। তাই এই নিয়ম চালু করা কার্যত অবাস্তব। বিজেপির অ্যাজেন্ডা বাস্তবায়িত করার পাশাপাশি কাশ্মীরী পন্ডিত ইস্যু ফের খুঁচিয়ে দিতেই কমিশন এই নিয়ম চালু করতে চাইছে বলে অভিযোগ বিরোধী নেতৃত্বের।
পরিযায়ী শ্রমিকদের ভোটদানের সুবিধায় রিমোর্ট ভোটিং মেশিন চালুর প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি, এই নিয়ম চালু হলে পরিযায়ী শ্রমিকরা তাঁদের কর্মস্থল থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটের সময় বিপুল অর্থ খরচ করে নিজের রাজ্যে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে না। এই নিয়ে সোমবার দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন।
তার আগে রবিবার বৈঠকে বসে বিজেপি বিরোধী দলের নেতৃত্ব। কংগ্রেসের ডাকে এই বৈঠকে গরহাজির ছিল সমাজবাদী পার্টি, ন্যাশানাল কংগ্রেস পার্টি ও তৃণমূল কংগ্রেস। কিন্তু অখিলেশ যাদব লিখিতভাবে জানিয়ে দেন যে তাঁর দলের কেউ বৈঠকে হাজির না থাকতে পারলেও যে সিদ্ধান্ত গৃহীত হবে তাকে সমর্থন জানাবেন।