ঝটিকা সফরে সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সফরের আগেই জেলায় শাসকশিবিরে জোর আলোচনা, সাগরদিঘির প্রয়াত বিধায়ক সুব্রত সাহার আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে তিনি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
জেলা প্রশাসন সূত্রে খবর, সাগরদিঘি ব্লকের ধুমারপাহাড়ে একটি প্রশাসনিক সভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। ওই সভা থেকে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে প্রকল্পগুলির সুবিধা তুলে দেওয়া হবে। পাশাপাশি, একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর।
মমতার জেলা সফরের স্থান সাগরদিঘি হওয়ায় তৃণমূলের অন্দরে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের একটি সূত্রের খবর, সাগরদিঘির উপনির্বাচনে দলের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রয়াত সুব্রত সাহার স্ত্রী মৌমিতা সাহা। অন্য সূত্রের দাবি, বর্তমান ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় কিংবা প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আলি (মধু) এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন।