‘তাঁর উপদেশ আমাদের কাছে আদেশ।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার ‘যোগ্যতা আছে’ মন্তব্যের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদ্দেশ্যে এই কথা বললেন মমতা। তবে তাঁর সম্পর্কে অমর্ত্যের এই মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি। শুধু দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন।
পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য এ কথাও বলেছেন, ‘মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকলেও বিজেপি বিরোধী শক্তিগুলিকে সংহত করে তিনি নেতৃত্ব দিতে পারবেন কি না, তা এখনও প্রতিষ্ঠিত নয়।’ এই সূত্রেই তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়ের বক্তব্য, ‘বিজেপি বিরোধী মুখ হিসেবে দেশের মানুষের কাছে বার বারই নিজের যোগ্যতার প্রমাণ মমতা দিয়েছেন।’
এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অমর্ত্য সেন বিশ্ববরেণ্য পণ্ডিত, আমাদের অন্যতম গর্ব। তাঁর পর্যবেক্ষণ আমাদের পথ দেখায়। তাঁর উপদেশ আমাদের কাছে আদেশ। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ ও মূল্যায়ন নিশ্চয় সবাইকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’