এবার বাঁকুড়ার দলীয় কর্মসূচী থেকে বিজেপির উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, “বাঁকুড়ার দিকে চোখ তুলে তাকানোর আগে কমসেকম পাঁচ বার চিন্তা করবে। কারণ এখানে এখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আছে।” গতকাল বাঁকুড়া এক নম্বর ব্লকের কল্যাণপুর গ্রামে অঞ্চলে তৃণমূলের ঘোষিত অঞ্চলে একদিন কর্মসূচীতে যোগ দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তব্য রাখতে উঠে অভিনেত্রী তাঁর বক্তব্যে বিরোধী ও দলের বিক্ষুব্ধ নেতাদের একহাত নেন।
এদিন সায়ন্তিকা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন। বলেন, “বেইমানটা যখন বেইমানি করছে তখন অনেক অনুগামী দেখেছিলাম। সেই দাদার অনুগামীরা এখন আমাকে সমঝে চলে। কারন সেই দাদার অনুগামীরাও জেনে গিয়েছে তৃণমূল এখন দুধ কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করে দিয়েছে। আমরা এখন কালসাপ দেখব, বিষদাঁতটা উপড়ে ফেলে ঝুড়িতে ঢুকিয়ে বাংলা থেকে বিদায় করে গুজরাটে নিয়ে গিয়ে ফেলব।”
পাশাপাশি সায়ন্তিকা বলেন, “দলের অন্দরে দাদার অনুগামীরা ছিল।অনেকেই পাঁচিলের উপর উঠেছিল । তাঁরা যেন পাঁচিলের উপরেই থাকেন।দলের মধ্যে এখনও সেই দাদার অনুগামীরা রয়েছে।তাঁদের আবেগ নিয়ন্ত্রণে থাকলে ভাল।নাহলে তাঁদের টেনে দল থেকে বের করে দেওয়া হবে।” বিজেপির বিরুদ্ধে তাঁর হুঁশিয়ারি, “সিপিএম-এর কায়দায় বিজেপি চলছে।” সরকারি নিয়োগের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ভূমিকার কড়া সমালোচনা করেন সায়ন্তিকা। “তাঁর পাপের মাশুল আমাদের বইতে হচ্ছে”, বক্তব্য তৃণমূল নেত্রীর।