ফের বিতর্কের কেন্দ্রে বঙ্গ বিজেপি। সামনেই পঞ্চায়েত নির্বাচন বাংলায়। ভোটের প্রাক-লগ্নে ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বসলেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। স্বচ্ছ ভোট না হলে পুলিশ হোক বা তৃণমূল কর্মী, সকলের পিঠেই চেলাকাঠ ভাঙার নির্দেশ দেন কর্মীদের। বাগদার তৃণমূল বিধায়কের দিকেও আঙুল তুলেছেন তিনি। ‘লাফাঙ্গা’ বিশেষণে অভিহিত করেছেন তাঁকে।
এদিন স্বপনবাবু বলেন, ‘‘এই চোরেদের ভয় পাওয়ার কিছু নেই। আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসছে, তাতে প্রতিটা বুথে বুথে আমাদের শয়ে শয়ে কার্যকর্তা বিজেপির ঝান্ডা ধরে এগিয়ে আসুন।’’ এর পরেই স্বপন নিদান দিয়ে বলেন, ‘‘আপনারা ভোটের দিন খাবারের ব্যবস্থা রাখবেন। আর গ্যাস রাখবেন না। রাখবেন চেলাকাঠ। বলবেন, রান্নার জন্য চেলাকাঠ এনেছি। যদি স্বচ্ছ ভাবে ভোট হয় নিজেরা রান্না করে খাবেন, যদি স্বচ্ছ ভাবে ভোট না হয়, তা হলে যাঁরা রিগিং করতে আসবেন, যাঁরা মস্তানি করতে আসবেন, সে পুলিশ হোক বা তৃণমূলের গুণ্ডাবাহিনী হোক, তাঁদের পিঠে চেলাকাঠ ভাঙবেন।’’
স্বপনবাবুর এহেন হুমকি প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। দুই বিজেপি বিধায়ককে পাল্টা একহাত নিয়ে তিনি। ‘‘হঠাৎ করে জনপ্রতিনিধি হয়ে গিয়েছে। বোঝে না জনপ্রতিনিধির মূল্য কী! এঁরা এসেছেন অন্ধকার জগৎ থেকে। এঁদের ভাষাও অন্ধকার জগতের মানুষের মতো হওয়াই স্বাভাবিক। যত দিন যাচ্ছে, এঁরা পায়ের তলার মাটি হারাচ্ছেন। মতিভ্রম হচ্ছে। এঁরা বুঝতে পারছেন, আগামী দিনে আমাদের জায়গায় নেই। তাই মতিভ্রম হয়ে এ সব বলছেন’’, জানিয়েছেন তিনি।