এবার পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার কোচবিহারে দলীয় সভায় অংশগ্রহণ করে তিনি গলা চড়িয়ে বললেন, “পুলিশকে বলব মাঠের বাইরে থাকতে, নইলে পদপিষ্ট হতে পারেন।” তাঁর এই মন্তব্যের পালটা জবাবে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “খালি কলসি বাজে বেশি।”
এদিন কোচবিহারে দলের ওবিসি মোর্চার আলোচনাসভায় যোগ দিয়ে সুকান্তবাবু বলেন, “পুলিশে বলে যাই বিজেপির জেলা পরিষদ লেখা হয়ে গেছে। তাই তৃণমূলের হয়ে দালালি করবেন না। নিরপেক্ষ ভূমিকা পালন করুন। বাকি কী ভাবে খেলতে হয় বিজেপি জানে। বিজেপি খেলা দেখিয়ে দেবে। আর যদি ভাবেন যে খেলার মাঝখানে চলে আসবেন, তাহলে পদপিষ্ট হলে আমাদের কিছু করার নেই। আমরা তো বল নিয়ে দৌড়াব গোল দেওয়ার জন্য। তাই মাঝখানে আসবেন না। সাইডে দাঁড়িয়ে রেফারি আর লাইন্সম্যানের কাজটুকু করে যান শুধু। বাদবাকি যা গোল দেওয়ার আমরা দিয়ে দেব।” সুকান্তের এহেন হুঁশিয়ারির পাল্টা কটাক্ষ করেন ফিরহাদ। “খালি কলসি বাজে বেশি। ওরা বিধানসভায় যেমন খেলেছিলেন ওরকম খেলার কথা বলছেন না কি? চুপচাপ জোড়াফুলে ছাপ”, জানিয়েছেন তিনি।