এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল তৃণমূল। শুক্রবার তৃণমূলের তরফে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র গঙ্গা আরতির ভিডিও টুইট করা হয়। টুইটে তৃণমূলের অভিযোগ, “বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন গঙ্গা আরতি তাঁদের করতে দেওয়া হয়নি। অথচ সৌমিত্র খাঁ ভুল পদ্ধতিতে গঙ্গা আরতি করেছেন। প্রথমত, গঙ্গা আরতি নিয়েও বিজেপির দুই নেতার মতামত দু’রকম। দ্বিতীয়ত, আর কতবার বিজেপি হিন্দু ধর্মের অবমাননা করবে?” টুইটারে পোস্ট করা ভিডিওতেএকই অভিযোগের সুর শোনা গিয়েছে রাজ্য সেচ ও জলদফতরের মন্ত্রী পার্থ ভৌমিকের গলায়। বৃহস্পতিবার সৌমিত্র খাঁ নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেন। তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভুল পদ্ধতিতে গঙ্গা আরতি নিয়ে মন্তব্য করে নেটদুনিয়ায় উপহাসের পাত্র হয়েছেন বিজেপি সাংসদ।
প্রসঙ্গত উল্লেখ্য, বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতির ভাবনাচিন্তা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত সোমবার বিজেপি গঙ্গা আরতি করার সিদ্ধান্ত নেয়। তবে জি-২০ সম্মেলন চলায় বিজেপির গঙ্গা আরতিতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। অনুমতি ছাড়াই জোর করে বাবুঘাটে গঙ্গা আরতির পরিকল্পনা করে পদ্মশিবির। তার জেরে গত মঙ্গলবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাবুঘাট চত্বর। পুলিশ ও বিজেপি নেতা-কর্মীদের মধ্যে প্রবল বাদানুবাদ ও ধস্তাধস্তি হয়। এরপর গত বুধবার আউট্রাম ঘাটে ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের জন্মতিথিতেই গঙ্গা আরতির প্রস্তুতি শুরু হবে বলেই জানান মমতা। সেই মতো বাবুঘাটে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়।