মাস দুয়েক আগেই বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান ভরাতে পড়ুয়াদের সেখানে যোগ দিতে হবে বলে নির্দেশিকার জারি করেছিল কর্ণাটকের শিক্ষা দফতর। যা নিয়ে সে সময় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এবার ফের একই কাণ্ড ঘটাল তারা। বৃহস্পতিবার ২৬ তম জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে সেই অনুষ্ঠানে আবশ্যিক উপস্থিতি থাকতে নির্দেশিকা জারি করে বিতর্কে বিজেপি শাসিক কর্ণাটকের শিক্ষা দফতরের প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষার ডেপুটি ডিরেক্টর। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
জানা গিয়েছে, কর্ণাটকের প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষার ডেপুটি ডিরেক্টর কৃষ্ণ নায়েক সব সরকারি এবং সাহায্যপ্রাপ্ত এবং অনুদান প্রাপ্ত প্রি-ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষদের কাছে চিঠি পাঠিয়ে বলেছিলেন, প্রত্যেক কলেজ থেকে অন্তত ১০০ জন ছাত্রছাত্রীকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি জেলা প্রশাসকদেরও বলা হয় রেলওয়ে স্পোর্টর্স গ্রাউন্ডে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। এ নিয়ে কংগ্রেসের অভিযোগ, কলেজের অধ্যক্ষ এবং ম্যানেজমেন্টকে চাপ দিয়ে ছাত্রদের জোর করে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কটাক্ষ করে কংগ্রেস বলেছে, মোদীর অনুষ্ঠানে কম উপস্থিতির ভয়ে বিজেপি নেতারা সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন।
