মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কেন্দ্রীয় সরকারের কাছে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এবার তৃণমূল নেত্রীর সেই দাবিকে সমর্থন করলেন পুরীর শঙ্করাচার্জ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। গঙ্গাসাগর মেলার ষষ্ঠ দিনে মেলায় হাজির হয়েই প্রতি বছরের মতো ভক্তদের উদ্দেশে ভাষণ দেন তিনি, করেন সাংবাদিক বৈঠকও।
সেখানেই শঙ্করাচার্য জানান, এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার জন্য তাঁর মত আছে। পাশাপাশি তিনি তৃণমূল নেত্রীকে আরও সাধুবাদ দেন, বাংলায় পুরীর মতো মন্দির তৈরির যে কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই জন্য।
