ফের মোদী সরকারেরর নীতির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন ব্যাঙ্ক কর্মীরা। আগামী ৩০শে জানুয়ারি সোমবার এবং ৩১শে জানুয়ারি মঙ্গলবার কেন্দ্রের সংযুক্তিকরণের নীতি, বেতন কাঠামোর পুনর্বিন্যাস, সপ্তাহে পাঁচদিন কাজ-সহ একাধিক দাবিতে ফের ব্যাঙ্ক ধর্মঘটের আহ্বান জানিয়েছে ব্যাঙ্ক কর্মীদের ৯টি সর্বভারতীয় সংগঠন। এটিএমগুলিও ধর্মঘটের আওতাভুক্ত বলে জানিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।
প্রসঙ্গত, যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এই ধর্মঘটের ডাক দিয়েছে, সেটি আসলে দেশের বৃহত্তম ৯টি ব্যাঙ্ক কর্মী সংগঠনের সম্মিলিত মঞ্চ। অর্থাৎ দেশের প্রায় সব ব্যাংক কর্মীই এই ধর্মঘটে অংশ নেবেন। যার ফলে ওই পাঁচদিন কার্যত থমকে যেতে চলেছে ব্যাংকিং ব্যবস্থা। যার ফলে হাজার হাজার গ্রাহক ভোগান্তির মুখে পড়তে পারেন। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির মূলত পাঁচ দফা দাবি রয়েছে। প্রথমত, প্রতি সপ্তাহে শনি এবং রবিবার ছুটি দিতে হবে।
মূলত, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে কর্মীদের। সেটা প্রতি সপ্তাহে করার দাবি জানাচ্ছেন কর্মীরা। বেতন বৃদ্ধির দাবিও রয়েছে তাঁদের। এছাড়া ২০১০ সালে এপ্রিলের পর থেকে ব্যাঙ্ক কর্মী এবং অফিসারদের জন্য এপিএস ব্যবস্থা তুলে দিয়ে পুরনো পেনশন ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন ব্যাঙককর্মী সংগঠনের সদস্যরা। কেন্দ্র যেভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সংযুক্তিকরণ এবং বেসরকারিকরণ করছে, তার বিরদ্ধেও সরব হয়েছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। উল্লেখ্য, শেষবার ২০২১ সালের মার্চ মাসে একই দাবিতে ব্যাঙ্ক ধর্মঘট হয়েছিল। সেই ধর্মঘটে অংশ নিয়েছিলেন প্রায় ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী এবং আধিকারিকরা।