শুক্রবার পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ বাংলাদেশ হয়ে ৫১ দিনে পৌঁছে যাবে ডিব্রুগড়। ৩২০০ কিলোমিটার এই যাত্রাপথে এই প্রমোদতরী যেখানে নোঙর করবে, সেই সব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন যাত্রীরা। তার জন্য তাঁদের খরচ হবে ২০ লক্ষ টাকা! অর্থাৎ দিনে ৫০ হাজার টাকা!
প্রশ্ন হল ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতের ওই প্রমোদতরীতে ওঠার ক্ষমতা কজনের আছে? জানা গিয়েছে, এই ভাসমান পাঁচতারা হোটেলে রয়েছে ১৮ টি স্যুইট। তাতে ৩৬ জন পর্যটক থাকতে পারেন। সেই সঙ্গে ক্রুজে থাকতে পারেন ৪০ জন ক্রু। এই প্রমোদতরীতে থাকা খাওয়ার ব্যবস্থা ছাড়াও রয়েছে স্পা, স্যালন, জিম ইত্যাদি। মোট ২৭ টি নদীপথ দিয়ে যাবে এই রিভার ক্রুজ। সেই সঙ্গে ছুঁয়ে যাবে অন্তত ৫০ টি দর্শনীয় স্থান। বিহারের পাটনা, ঝাড়খণ্ডের শাহীগঞ্জ, কলকাতা, ঢাকা, গুয়াহাটি তো যাবেই।
