শুক্রবার সাতসকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা মহারাষ্ট্রের শিরডিতে। যার ফলে প্রাণ গেল অন্তত ১০ জনের। মৃতদের মধ্যে ৭ মহিলা এবং ২ শিশুও রয়েছে। পাশাপাশি, আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে মহারাষ্ট্রের পাথার গ্রামের কাছে নাসিক-সিরডি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ৪৫ জন যাত্রী নিয়ে থানের অম্বরনাথ এলাকা থেকে একটি লাক্সারি বাস শিরডির উদ্দেশে যাচ্ছিল। পথে উলটো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে বাসটিকে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত মহিলা এবং দুই শিশুও রয়েছে। আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে দেয়। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে সিন্নার গ্রামীণ হাসপাতাল এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি।