একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী সামান্য কিছু ভোটে জয় পেলেও এখনও এই কেন্দ্রের বিধানসভার ফলাফল বিচারাধীন। কিন্তু তা নিয়ে হামেশাই গর্বপ্রকাশ করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। এবার তারই সমুচিত জবাব পেলেন তিনি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পালটা তাঁকে মনে করিয়ে দিলেন, তমলুক ও কাঁথিতে তাঁরই বাবা-ভাই হেরেছিলেন। ‘ধরাকে সরা জ্ঞান’ করছেন বলেও বিরোধী দলনেতাকে বিঁধলেন কুণাল ঘোষ।
বুধবার ঝাড়গ্রামের সরডিহায় অঞ্চল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেছিলেন, ‘আপনাদের আশীর্বাদে আমি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছি।’ তারই পালটা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল বলেন, ‘উনি বলতে ভুলে গিয়েছেন তমলুক ও কাঁথিতেও ওঁর ভাই আর বাবা হেরে গিয়েছিলেন। উনি রেজাল্ট বদলে দিয়েছেন৷ যিনি বলেন, রেজাল্ট বদলে দিতে পারি, তিনি নন্দীগ্রামেও রেজাল্ট বদলে দিয়েছিলেন। এটাই অবচেতন মনে বেরিয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, তৃণমূলের অভিযোগ, একুশের ভোটগণনার সময়ে নাকি পরিকল্পিতভাবে লোডশেডিং করিয়েছিলেন শুভেন্দু। আর তারপরই ভোটের ফল বদলে যায়। দেখা যায়, তিনি মুখ্যমন্ত্রীর চেয়ে ১৯০০ ভোটে এগিয়ে যান। সেই কারণেই তাঁকে ‘লোডশেডিং বিধায়ক’ বলে কটাক্ষ করা হয়। সেকথাই মনে করিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। শুভেন্দুকে কেন্দ্রীয় এজেন্সি, আদালতের রক্ষাকবচ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি কুণাল। তাঁর কথায়, ‘শুধুমাত্র সুরক্ষা কবচের জন্য, আদালত ও এজেন্সির রক্ষা কবচ নিয়ে ধরাকে সরা জ্ঞান করছেন৷’