উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিতর্ক আর বিশ্বভারতী যেন সমার্থক হয়ে উঠেছে। সাম্প্রতিক কালে নানা কারণে বারবারই খবরের শিরোনামে উঠে এসেছে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শিক্ষা প্রতিষ্ঠান। বিতর্কে জড়িয়েছেন খোদ বিদ্যুৎবাবুও। এবার বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠানো হল। সেই চিঠিতে ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৬১ জন শিক্ষাবিদের সই রয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই ২৬১ জনের পিটিশনের তালিকায় নাম রয়েছে বিশিষ্ট মার্কিন ভাষা বিজ্ঞানী নম চমস্কিরও। বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে পাঠানো পিটিশনে ভাষাবিদ নম চমস্কির সই বিশ্বভারতীর অসন্তোষে আন্তর্জাতিক মাত্রা যোগ করল বলেই মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।
প্রসঙ্গত, বিগত প্রায় চার বছর ধরে বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বিশ্ববিদ্যালয়। বারবার অভিযোগ উঠেছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। ছাত্র-ছাত্রীদের একাংশ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ক্ষোভ উগরে দিয়েছেন উপাচার্যের বিরুদ্ধে। পড়ুয়াদে সাসপেন্ডের অভিযোগও উঠেছে। এমনকী অধ্যাপকরা সরব হলে, তাঁদেরও সাসপেন্ড করার অভিযোগ উঠেছে। এই নিয়েই বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এই সামগ্রিক বিষয়গুলি খতিয়ে দেখার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন তাঁরা। বিষয়টি বিশ্বভারতীর জন্য তথা বাংলার শিক্ষাক্ষেত্রের জন্য যথেষ্ট মর্যাদাহানিকর বলেই মনে করছেন শিক্ষাবিদরা।
