কিছুদিন আগেই মহাত্মা গান্ধী এবং নরেন্দ্র মোদীকে এক আসনে বসিয়ে বিতর্ক তৈরি করেছিলেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের স্ত্রী অমৃতা ফডনবিশ। তার পর পরই স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আর এবার স্বামীজির জন্মদিনে তাঁর সঙ্গে মোদীর তুলনা টানলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
বৃহস্পতিবার বিষ্ণুপুরের যুব মোর্চার কর্মসূচিতে যোগ দিতে নিজের সংসদীয় কেন্দ্রে গিয়েছিলেন সৌমিত্র। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদীজি হয়ে জন্মগ্রহণ করেছেন। স্বামীজি আমাদের কাছে ভগবান। কিন্তু দেশের জন্য নরেন্দ্র মোদীজি যা করেছেন তাতে আধুনিক ভারতের নবরূপের স্বামীজি নরেন্দ্র তিনিই।’ স্বাভাবিক ভাবেই বিজেপি সাংসদের এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
