স্বামী বিবেকানন্দর জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দাবি করেছিলেন, স্বামীজি শিক্ষাব্যবস্থার এমন হাল দেখলে দেশছাড়া হতেন। এবার বিরোধী দলনেতাকে তারই পালটা জবাব দিল তৃণমূল।
বৃহস্পতিবার সকালে সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পর তৃণমূলকে খোঁচা দিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘স্বামীজি এই শিক্ষা দেখে বাংলা থেকে প্রস্থান করতেন। অন্য কোনও রাজ্য বা দেশে গিয়ে আশ্রয় নিতেন।’ শুভেন্দুর এই মন্তব্যের পরেই পালটা তাঁকে খোঁচা দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘এঁদের বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর অধিকারই নেই। বিজেপি নেতার দীনতা দূর হোক। চৈতন্য হোক।’
