বৃহস্পতিবার বিধ্বংসী অগ্নিকাণ্ড সল্টলেক এফ ডি ব্লকের ঝুপড়ি মার্কেটে। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। আর তার জেরেই পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক দোকান। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। তাদের চেষ্টায় ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসুও।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এখানে একটা ফুলের গোডাউন ছিল। সেখানেই প্রথমে আগুন লাগে। তারপর ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু দোকানগুলি বাঁশ-কাঠ দিয়ে তৈরি সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সকালে দমকলে ফোন করেছিলাম। আধ ঘণ্টার মতো দেরী করেছে আসতে। আমরাই আগুন নেভানোর কাজ শুরু করি।’ শেষ পাওয়া খবর অনুযায়ী, পৌরসভার জঞ্জাল বিভাগের ভোলানাথ পাইক নামে এক কর্মী আহত হয়েছেন।
