ফের নিভৃতে জোটবদ্ধ সিপিএম ও বিজেপি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এর আগে তৃণমূল কংগ্রেস বাম-রাম আঁতাতের অভিযোগ বারবার তুলেছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আঁতাতের অভিযোগ যে কতটা সত্যি, আবারও তা সামনে এল। এবার ফের হুগলিতে বিজেপির বিক্ষোভে ঝান্ডা হাতে দেখা গেল সিপিএম সমর্থকদের। যার ফলে মিলেমিশে একাকার হয়ে গেল গেরুয়া-লাল।
সম্প্রতি পোলবার দাদপুরে বিজেপির মিছিলে বামেদের অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। তা নিয়ে রাজনৈতিক বিতর্কে চরমে পৌঁছায়। আর বুধবার পোলবার সুগন্ধায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ইস্যুতে গ্রাম পঞ্চায়েতে বিজেপির মিছিল করে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। আর বিজেপির সেই মিছিলেই সিপিএম কর্মীদের দেখা গেল লাল ঝান্ডা হাতে হাঁটতে। যা নিয়ে ফের প্রবল অস্বস্তিতে আলিমুদ্দিন।
স্থানীয় সিপিএম কর্মী সুশান্ত নায়েকের বক্তব্য, ‘সিপিএম কিছুই করেনি। তাই দাবি আদায়ের জন্য বিজেপির সঙ্গে এসেছি। আবাস যোজনার ঘর পাইনি।’ অন্যদিকে, বিজেপি অবশ্য খোলাখুলি ভাবেই সিপিএম কর্মীদের স্বাগত জানিয়েছে। বিজেপি নেতা সুরেশ সাউ জানান, ‘বাম জমানায় সাধারণ সিপিএম কর্মীদের অনেকে কোনওরকম সুযোগ-সুবিধা পাননি। তাই বাধ্য হয়ে আজ তারা নিজেদের প্রাপ্য আদায়ের জন্য বিজেপির মিছিলে সামিল হয়েছেন।’