বেশ কিছুদিন ধরেই চীনে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। যা নিয়ে নতুন করে মাথাব্যথা শুরু হয়েছে গোটা বিশ্বের। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের দাপটে করোনার এই বাড়বাড়ন্তের পর সতর্ক হয়েছে ভারতও। ইতিমধ্যেই দেশে মিলেছে বিএফ-৭ ভ্যারিয়েন্টের হদিশ। যদিও এই পরিস্থিতিতেও স্বস্তি বজায় রয়েছে দেশের কোভিড গ্রাফে। তবে এবার সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১৭১ জন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি কারও। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৭২২ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ৪৭ হাজার ৩২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৮ জন। সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ। অ্যাকটিভ কেস সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪২ জন।
