নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে রাজ্য বিজেপির প্রভাবশালী এক নেতার শাগরেদ। পূর্ব মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ ওই বিজেপি নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তির নাম চঞ্চল নন্দী বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য চঞ্চলবাবুকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি সম্পর্কিত কী কী প্রশ্ন তাঁকে করা হবে, সেই তালিকাও ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে বলে সূত্রের খবর। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ চঞ্চলকে সিবিআই তলবে নিয়োগ দুর্নীতির বোঝা ব্যুমেরাং হয়ে ফিরে আসতে চলেছে বিজেপির ঘাড়ে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
সিবিআই সূত্রে খবর, টাকা নিয়ে বহুজনকে সরকারি চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্ত চঞ্চলবাবুর বিরুদ্ধে। গতবছর মানসকুমার সিনহা নামক এক ব্যক্তি বাঁকুড়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে এফআইআর দায়ের করা হয়। এরপরই তা খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে যান চঞ্চল। শুধু তাই নয় আদালতের কাছে রক্ষাকবচেরও আর্জি জানান তিঁনি। চঞ্চলবাবুর সেই আবেদন সিঙ্গল বেঞ্চ খারিজ করায় এরপর তিঁনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।