সদ্যপ্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলেকে শ্রদ্ধার্ঘ্য জানাতে অভিনব উদ্যোগ নিল সিএবি। সম্প্রতি মারণরোগ ক্যানসার কেড়ে নিয়েছে তিন বারের বিশ্বকাপজয়ী মহাতারকাকে। বিগত ১৯৭৭ সালের সেপ্টেম্বরে মোহনবাগানের বিরুদ্ধে নিউ ইয়র্ক কসমস দলের হয়ে ম্যাচ খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট। ইডেনে হয়েছিল সেই ঐতিহাসিক ম্যাচ। সেই ম্যাচটিরই কিছু ছবি সংগ্রহ করেছে সিএবি। ১২ই জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা ম্যাচের মধ্যে ইনিংসের বিরতিতে এক মিনিটের জন্য পেলের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হবে ইডেনের বড় পর্দায়।
উল্লেখ্য, কসমসের হয়ে পেলের খেলার কিছু মুহূর্ত এখনও গেঁথে রয়েছে কলকাতার ফুটবলপ্রেমীদের মনে। বৃহস্পতিবারের ভারত-শ্রীলঙ্কা ম্যাচে সেই স্মৃতিই আরও একবার রোমন্থনের সুযোগ থাকবে। এপ্রসঙ্গে সিএবির জনৈক কর্তা জানিয়েছেন, ‘‘বহু চেষ্টা করে কিছু ছবি সংগ্রহ করা হয়েছে। পেলে কলকাতায় এসে এই মাঠেই খেলে গিয়েছেন। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো তা জানেন না।’’ পাশাপাশি তিনি বলেন, ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের অনেকের কাছে এই তথ্য নতুন হতে পারে। পেলের কিছু ছবি নিয়ে জায়ান্ট স্ক্রিনে স্লাইড শো-এর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন সেই কর্তা।
