সামনে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে বঙ্গ বিজেপিতে বিশাল ভাঙনের সম্ভাবনা। সূত্রের খবর, মঙ্গলবার দুই বিজেপি বিধায়ক নাকি ক্য়ামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে এসেছিলেন। কিছুক্ষণ তাঁদের সঙ্গে অভিষেকের কথা হয়েছে বলে সূত্রের খবর। তার মধ্যে উত্তরবঙ্গের এক বিধায়ক রয়েছেন বলে খবর। এক তারকাও ওই দলে ছিলেন বলে খবর মিলেছে।
তাঁদের তৃণমূলের অফিসে আসার খবর সামনে আসতেই তীব্র শোরগোল পড়ে যায় দুই শিবিরেই। তবে কি তাঁরা এবার যোগ দেবেন তৃণমূলে? জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে। কিন্তু এনিয়ে দুই শিবিরের পক্ষ থেকে এখনও কেউ মুখ খোলেননি।
অভিষেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন, দরজা খুললে একেবারে স্রোতের মতো তৃণমূলে এসে জড়ো হবেন বিজেপির নেতা কর্মীরা। অন্যদিকে বিজেপি শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তৃণমূলের একাধিক হেভিওয়েট নাকি যোগাযোগ রাখছেন তাঁদের সঙ্গে। তার সংখ্যাও জানানো হয়েছিল। এনিয়ে চর্চার মধ্যেই ফের দল ভাঙার ইঙ্গিত বাংলার রাজনীতিতে। এমনকী উত্তরবঙ্গে বিজেপির ভিত বরাবরই মজবুত। পঞ্চায়েত ভোটের আগে সেই ভিতেই কি এবার চিড় ধরিয়ে দিচ্ছে তৃণমূল?