পরিবহণক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বাণিজ্যিক গাড়িগুলির উপর নজর রাখতে সোমবারই ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্কুলের বাস ও পুলকারে উপর নজরদারি চালানোর জন্য বিশেষ অ্যাপ আনছে পরিবহণ দফতর। সোমবারই আলিপুরে পার্কিং জোন সম্পান্নর উদ্বোধনের শেষে এ নিয়ে ইঙ্গিত দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই অ্যাপটির তৈরির ব্যাপারে ইতিমধ্যেই পরিবহণ দফতর উদ্যোগ গ্রহণ করেছে। খুব শীঘ্রই এটি গুগুল প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, স্কুলবাস বা পুলকারে পাঠিয়ে অধিকাংশ সময় দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। তাঁদের সেই দুশ্চিন্তা দূরীভূত করবে পরিবহণ দফতরের এই অ্যাপ। এর মাধ্যমে তাঁর গাড়ির গতিবিধি নজরে রাখতে পারবেন। সেই সঙ্গে পড়ুয়াদের নিরাপত্তাও সুনিশ্চিত করা সম্ভব হবে। পরিবহণ দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে। তার মতে, অ্যাপটি চালু হলে পড়ুয়াদের অভিভাবকরা খুব সহজেই গাড়ির গতিবিধি নজর রাখতে পারবেন। কোনও বিপদ হলে দ্রুত ঘটনাস্থলে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পরিবহণ দফতর অ্যাপটি তৈরির কাজ শুরু করে দিয়েছে। মাস খানেকের মধ্যে এটি তৈরির কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে সূত্র।