মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনা বিজেপি শাসিত কর্ণাটকের বেঙ্গালুরুতে। সেখানে নির্মীয়মান মেট্রোর পিলার ভেঙে মাথায় পড়ল মা ও ছেলের। রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নাগাভারা এলাকায়। সেখানেই মেট্রো তৈরির কাজ চলছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সকালে স্বামীর সঙ্গে বাইকে চেপে আড়াই বছরের ছেলেকে নিয়ে যাচ্ছিলেন। সেইসময় আচমকাই মেট্রোর একটি পিলার ভেঙে পড়ে। সেই পিলারের তলায় চাপা পড়েন তিনজনই। এই দুর্ঘটনায় মহিলা ও তাঁর ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন ওই মহিলার স্বামী। স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার ন তেজস্বী ও ছেলে ভিহান।