কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের ‘পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্ম’-এর আওতায় বিশেষ ডিজিটাল ইন্ডিয়া ২০২২ সম্মানে ভূষিত করা হয়েছে বাংলার ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে। প্রসঙ্গত, রাজ্যের মানুষের দুয়ারে আরও সহজে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মস্কিষ্কপ্রসূত এই দুয়ারে সরকার প্রকল্পের সম্মানলাভে উচ্ছ্বসিত সকলেই।
দুয়ারে সরকারের মুকুটে নয়া পালক যুক্ত হতেই টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উচ্ছ্বসিত অভিষেক লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা পথ দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্প আজ ডিজিটাল ইন্ডিয়া ২০২২ সম্মানের প্ল্যাটিনাম পুরস্কারে ভূষিত হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সহ ২৫টি প্রকল্প বা পরিষেবা পাওয়া যায়। খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণিসম্পদ দফতরের কিসান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীরগুলির ক্রেডিট লিঙ্ক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন-এর মতো পরিষেবাগুলি দুয়ারে সরকারের শিবির থেকে পাওয়া যায়।