সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। এবার মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসতে পারেন এদেশে। ক্রমশ জোরালো হচ্ছে তেমনই সম্ভাবনা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে আল নাসের। ফলে ভারতের কোনও স্টেডিয়ামেই খেলতে দেখা যেতে পারে। এর আগে পেলে-মারাদোনা ও মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের পা পড়েছে ভারতে। তবে এখনও পর্যন্ত পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কখনও আসেননি এই দেশে। ইউরোপ ছেড়ে রোনাল্ডো এখন এশিয়ান ফুটবলে। সিআরসেভেন আল নাসেরে যোগ দেওয়ার সঙ্গেই তাঁর ভারতে খেলার সম্ভাবনা আরও বাড়ছে। কারণ রোনাল্ডো এবার অংশ নেবেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। এশিয়া মহাদেশের যা শ্রেষ্ঠ প্রতিযোগিতা। রোনাল্ডো ভারতে আসতে পারেন ভেবেই রোনাল্ডোর ভারতীয় অনুগামীরা মুখিয়ে রয়েছেন।
উল্লেখ্য, আল-হিলাল ইতিমধ্যেই সৌদি আরবের প্রথম ক্লাব হিসাবে সবার ওপরে রয়েছে। ২০২১-২২ মরসুমে তারা সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন হয়েছে। বাকি দুই আসন রয়েছে চলতি মরসুমের এসপিএল ও ঘরোয়া কাপ চ্যাম্পিয়ন দলের জন্য়। আল ফায়হা ইতিমধ্যেই ২০২২-২৩ মরসুমের ঘরোয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফ রাউন্ডে চলে গিয়েছে। রোনাল্ডোর আল নাসের যদি লিগ বা ঘরোয়া কাপ জিততে পারে, তাহলে তারা সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পেয়ে যাবে। এএফতি-র পশ্চিম জোনে রয়েছে।
প্রসঙ্গত, গ্রুপ পর্যায়ে আল নাসের খেলতে পারে আইএসএল-এর কোনও দলের সঙ্গে। সেক্ষেত্রে রোনাল্ডো আসবেন ভারতে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের জন্য় প্লে-অফ খেলা হবে ২০২১-২২ ও ২০২২-২৩ মরসুমের আইএসএল লিগ শিল্ড জয়ী দলের বিরুদ্ধে। ২০২১-২২ মরসুমে আইএসএল লিগ শিল্ড জয়ী হয়েছে জামশেদপুর এফসি। তারা সরাসরি প্লে-অফে চলে গিয়েছে। মহাসমারোহে রোনাল্ডোকেনিয়ে এসেছে সৌদির বিখ্যাত ক্লাব আল নাসের। তিন বছরে ৬০০ মিলিয়ন ইউরোর (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা) চুক্তিতে এশিয়ান ফুটবলে পা রেখেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।