চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। মাঝে বিরতির পর ফের দিল্লী থেকে শুরু হচ্ছে তার অন্তিম পর্ব। এবার যাত্রায় রাহুল গান্ধীর পাশে দেখা গেল আরেক ‘রাহুল’কে! মঙ্গলবারই যোগীরাজ্যে প্রবেশ করেছেন রাহুলরা। যাত্রা রাজ্যের বাগপাতে পৌঁছতেই তাতে যোগ দেন রাহুলের ‘লুক অ্যালাইক’ ফয়সল চৌধুরী। মীরাটের ওই কংগ্রেস কর্মীকে অনেকটাই কংগ্রেসের প্রাক্তন সভাপতির মতো দেখতে।
তাই স্বাভাবিক ভাবেই চর্চায় ফয়সলও। রাহুলের মতোই টিশার্ট, একমুখ দাড়িগোঁফের ফয়সলকে একধাক্কায় দেখলে রাহুলের সঙ্গে ফারাক করাই মুশকিল। যাত্রায় যোগ দিয়ে তিনি বলেন, ‘এটা সদর্থক বার্তা দেবে। ঘৃণা, কৃষক সমস্যা ও বেকারত্বের মতো ইস্যুর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব।’
