পয়লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনেই ভূমিকম্প অনুভূত হয়েছিল দিল্লী ও হরিয়ানায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। এবার ফের ভূমিকম্প রাজধানীতে। বৃহস্পতিবার কেঁপে উঠল দিল্লী ও সংলগ্ন এলাকা। ভূমিকম্পের মুখে পড়ছে জম্মু-কাশ্মীরও। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ভালই কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল পাকিস্তান।
বৃহস্পতিবার সন্ধে ঠিক ৭টা বেজে ৫৫ মিনিট। জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর , দিল্লী ও সংলগ্ন এলাকা। পরে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তানের দক্ষিণ সীমান্ত ফৈজাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে। সেটা হিন্দুকুশ অঞ্চলের মধ্যে পড়ে। ফলে গোটা এলাকাই কেঁপে ওঠে। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে আশঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তান ভালই ক্ষতি হয়েছে।
