প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের মাধ্যমে রাজকোষ ভরতে চাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল মোদী সরকার। দ্বিতীয় বার ক্ষমতায় এসে সেই কাজ পুরো দমে শুরু করছে তারা। কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়া-সহ একাধিক সংস্থার বেসরকারিকরণ হয়েছে। বাদ যায়নি সরকারি ব্যাঙ্কগুলিও।
যার ফলস্বরূপ বিগত তিন বছরে ২৭ থেকে ১২ হয়েছে মোট সরকারি ব্যাঙ্কের সংখ্যা৷ এরই মধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে৷ যেখানে লেখা রয়েছে আগামী দিনে কোন কোন ব্যাঙ্ক বেসরকারিকরণের তালিকায় আছে আর কোন কোন ব্যাঙ্ক তালিকার বাইরে থাকবে। নীতি আয়োগের তালিকা অনুযায়ী, কেন্দ্র আগামীতে পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেসরকারিকরণ করতে চলেছে। তবে কানাড়া ব্যাঙ্ক, এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা ও ইন্ডিয়ান ব্যাঙ্ককে বেসরকারিকরণের তালিকার বাইরে রাখা হয়েছে।