গুরুত্বপূর্ণ রদবদল ঘটল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এডিজি পদে। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী, আইবি-র এডিজি পদে পরিবর্তন ঘটানো হল। পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি এবং আইজিপি আইবি-র পদ থেকে রাজীব মিশ্রকে সরিয়ে আনা হল মনোজকুমার বর্মাকে।
উল্লেখ্য, নতুন দায়িত্বের সঙ্গেই তাঁর হাতে থাকা অতিরিক্ত নির্দেশক (নিরাপত্তার) দায়িত্বও সামলাবেন মনোজ। আর তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিভাগ এনফোর্সমেন্টর ডিরেক্টরেটে পাঠানো হয়েছে আইবি-র দায়িত্বে থাকা রাজীব মিশ্রকে। গোয়েন্দা বিভাগে বদলের পাশাপাশি, ডিজিপি সিআইডির পদ থেকে কম গুরুত্বপূর্ণ ডিজিপি (প্রশিক্ষণ) পদে আনন্দ কুমারকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।