আবাস যোজনা নিয়ে যখন তৃণমূলের ওপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে গেরুয়া শিবির। তখন পালটা দিতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামে গরিব ও প্রান্তিক মানুষদের বাড়ি বানানোর টাকা পেতে বিজেপির অনেক নেতা নাম লিখিয়েছেন এবং টাকাও নিয়েছেন বলে সরাসরি অভিযোগ করলেন তিনি। শুধু তাই নয়, নাম না করে শুভেন্দুর বিরুদ্ধেও এদিন ঠারেঠোরে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। তিনি এদিন বলেন, ‘আগে আমাদের সঙ্গে ছিল, এখন নেই। ওই জেলায় কারও ৩ তলা বাড়ি থাকলেও টাকা দেওয়া হয়েছে। সেই টাকা আমরা উদ্ধার করছি।’
বৃহস্পতিবার মমতা বলেন, একশো দিনের কাজ প্রকল্পের টাকা দিল্লী দিচ্ছে না। বারবার বলা সত্ত্বেও গরিব মানুষের মজুরির টাকা আটকে রেখেছে। আর স্রেফ রাজনৈতিক কারণে কখনও এ-টিম, কখনও বি-টিম, কখনও সি-টিম পাঠাচ্ছে। এ ব্যাপারে কেন্দ্র বৈষম্যমূলক আচরণ করছে বলেও স্পষ্ট অভিযোগ মমতার। তিনি বলেন, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। সেখানে তো টাকা আটকে রাখা হচ্ছে না! তারা দিল্লীর ফেভারিট বলে? মুখ্যমন্ত্রী আরও বলেন, আবাস যোজনায় যাদের বাড়ি বাবদ টাকা পাওয়ার যোগ্যতা নেই, তাদের নাম স্ক্রুটিনি করে বাদ দেওয়া হয়েছে। এরকম ১৭ লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে। এর পরেও যদি অযোগ্য কেউ টাকা পেয়ে যায়, তা হলে তার কাছ থেকে টাকা উদ্ধার করা হবে।
