চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন বাংলায়। আর বেশি দেরি নেই। আজ। বৃহস্পতিবার রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম তোলা ও ভোটার কার্ডে তথ্য সংশোধনের সময় শেষ হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখন রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৫২ লাখ ০৮ হাজার ৩৭৭ জন। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৫০৭ জন। আর মহিলা ভোটার রয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ০৭১ জন। মোট ৭ কোটি ৫২ লাখ ০৮ হাজার ৩৭৭ জন ভোটারের মধ্যে তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ৭৯৯ জন। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারে নতুন ভোটার হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার ২৫১ জন।
যদিও ভোটের দিনক্ষণ নিয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। আর কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকায় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। তবে আদালতের অনুমতি নিয়ে প্রকাশ করতে পারবে। আর সূত্রের খবর, মে মাসের আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না। উল্লেখ্য, ২০২২ সালে ভোটার তালিকায় নাম তোলা এবং ভোটার কার্ড (এপিক) সংশোধন করা নিয়ে নতুন নিয়ম করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, দেশজুড়ে বছরে চারবার নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০২৩ সাল থেকে ১লা জানুয়ারি, ১লা এপ্রিল, ১লা জুলাই এবং ১লা অক্টোবর নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই মতোই আজ প্রকাশিত হল তালিকা।
