আর শুধু ডিম-ভাত নয়। এবার থেকে সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়বে চিকেন। পুষ্টি বাড়াতে বাচ্চাদের দেওয়া হবে ফলও। বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দরাজ সরকার। রাজ্যের সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের আর শুধু ভাত-ডাল-তরকারি বা ডিম ভাত খাওয়ানো যাবে না। বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের চিকেনও দিতে হবে। সেই সঙ্গে মরশুমি ফল থাকতেই হবে।
জানানো হয়েছে, সপ্তাহে ৩ দিন ডিম ও মরশুমি ফল দেওয়া হবে। যেদিন ডিম হবে না, সেদিন পড়ুয়াদের দিতে হবে মুরগির মাংস। আর এর জন্য মোট ৩৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রতি সপ্তাহে মাথাপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করছে রাজ্য সরকার। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু তৈরি হচ্ছে। সেইমতো টাকা বরাদ্দ করবে সরকার।