রাস্তা দিয়ে তারস্বরে ডিজে বাজিয়ে যাচ্ছিল পিকনিক ফেরত একদল যুবক। সেই সময় ডিজে বাজানোর প্রতিবাদ করেন গ্রামেরই এক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান। তা নিয়ে শুরু হয় বচসা। তার জেরে প্রতিবাদী ওই তৃণমূল নেতাকে বাঁশ, রড দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তৃণমূল নেতার মৃত্যু হয়। মঙ্গলবার রাত আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে মালদহের মোথাবাড়ি থানার বাবলা কমলপুর এলাকার পাঠানপাড়ায়।
নিহতের নাম আফজাল মোমিন। ষাটোর্ধ্ব ওই ব্যক্তি তৃণমূল নেতা হিসেবে পরিচিত। বাবলা কমলপুর এলাকার পাঠানপাড়ার কয়েকজন যুবক অন্য কোনও জায়গা থেকে পিকনিক সেরে ডিজে বাজিয়ে ফিরছিলেন। মঙ্গলবার সন্ধেয় উচ্চস্বরে ডিজে বাজিয়ে গ্রামে ফিরছিল পিকনিক সেরে আসা বেশ কয়েকজন যুবক। বাড়ি থেকে বেরিয়ে ডিজে বন্ধ রাখতে অনুরোধ করেন তৃণমূল নেতা আফজাল মোমিন। তাঁর সঙ্গে আরও কয়েকজন বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে মত্ত যুবকদের একই অনুরোধ করেন। ডিজের শব্দ কমানোর জন্য যুবকদের কাছে অনুরোধ করা হয়।
গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবকরা উলটে ডিজের শব্দ আরও বাড়িয়ে দেয়। গানের তালে মত্ত অবস্থায় নাচানাচি শুরু করে দেয়। স্থানীয় বাসিন্দা ফারুক শেখ বলেন, ‘আফজাল মোমিন-সহ বেশ কিছু গ্রামবাসী প্রতিবাদ করেন। ওই যুবকরা তখন বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর তারা বাঁশ, ব্যাট, রড নিয়ে এসে আফজালের বাড়িতে হামলা চালায়। পিকনিকের গাড়ির চালক-সহ ১৭-১৮ জন মিলে তাঁকে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে মারে’।