গতকালই অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’কে। এবার মন্দিরের ট্রাস্ট সচিব চম্পত রাইয়ের মুখেও শোনা গেল ভারত জোড়ো যাত্রার প্রশস্তি। সেই সঙ্গে তাঁর দাবি, আরএসএস কখনওই ওই যাত্রার নিন্দা করেননি।
চম্পত রাইকে রাহুল সম্পর্কে বলতে শোনা গিয়েছে, ‘দেশের জন্য নগ্ন পায়ে হেঁটে চলা যুবক।’ তাঁর কথায়, ‘আমি এই আন্দোলনকে সমর্থন করি। এতে কোনও ভুল নেই। আমি আরএসএসের একজন কর্মী। আরএসএস কখনওই ভারত জোড়ো যাত্রার নিন্দা করে না। উনি প্রতিকূল আবহাওয়ায় হেঁটে চলেছেন। এটাকে স্বীকৃতি দিতেই হবে। আমি চাই সবাই দেশের যাত্রা করুক।’
এদিকে মঙ্গলবারই উত্তরপ্রদেশে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা। এরপরই প্রকাশ্যে আসে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের চিঠির। তিনি রাহুলের উদ্দেশে লিখেছিলেন, ‘যে লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন আপনি, আশা করি এবং প্রার্থনা করি তা সফল হবে। আপনার দীর্ঘ জীবন কামনা করছি।’
সাদা কাগজে হাতে লেখা চিঠিতে সত্যেন্দ্র দাস আরও লেখেন, ‘মহৎ কাজ করছেন আপনি, সর্বজন হিতায়, সর্বজন সুখায়, সাধারণ মানুষের জন্যে, তাঁদের মুখে হাসি ফোটাতে। আশা করি ভগবান রামের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে।’