ক্রমাগত আভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক দুর্বলতা একেবারেই তিষ্ঠোতে দিচ্ছে না বঙ্গ বিজেপিকে। নির্বাচনগুলিতে একের পর এক ভরাডুবির কবলে পড়েছে দল। নিচুতলার কর্মীদের মনে পুঞ্জীভূত হয়েছে ক্ষোভ। দলের তৃণমূল স্তরের সংগঠনের প্রকৃত অবস্থা কী, তা জানতে এবার সার্কুলার জারি করল বিজেপির রাজ্য নেতৃত্ব। শোনা যায়, রাজ্যের নেতাদের যে তথ্য কেন্দ্রের দলের কাছে যায়, তা সবসময় সঠিক হয় না। তাই দলের প্রকৃত অবস্থা কী, তা জানতেই এই তথ্য চেয়ে পাঠানো হল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে এই সার্কুলার প্রকাশ্যে আসার পর ক্রমশ প্রকট হয়েছে উঠেছে বঙ্গ বিজেপির বেহাল পরিস্থিতি।
এপ্রসঙ্গে রাজনৈতিক মহল বলছে, গেরুয়াশিবিরের নিচুতলার সংগঠনের অবস্থা খুবই করুণ। অথচ সংগঠনকে অতিরঞ্জিত করে দেখানো হয় কেন্দ্রীয় নেতাদের কাছে। ফলত খাতায় কলমে সংগঠনকে মজবুত মনে হলেও ভোটের বাক্সে পুরোপুরি উলটপুরাণ দেখা যায়! এদিকে জেলায়-জেলায়, ব্লকে-ব্লকে, বুথে-বুথে কীভাবে দল চলছে তা সঠিকভাবে জানে না রাজ্য নেতৃত্বও। ওয়াকিবহাল মহলের পর্যবেক্ষণ, দলের সাধারণ সম্পাদক সংগঠন, যাঁর কাজ দলের সংগঠন দেখা, তিনিও সংগঠন নিয়ে ধোঁয়াশায়। নিচুতলায় কীভাবে দল চলছে তিনি জানেন না। তাই তাঁকেও এখন সার্কুলার দিতে হচ্ছে। সূত্রের খবর, পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংগঠন নির্দেশে বিজেপির সমস্ত সাংগাঠনিক জেলার সভাপতিকে সার্কুলার পাঠানো হয়েছে। সব তথ্য না দিতে পারলে সেই জেলাকে দুর্বল সংগঠন হিসাবে ধরা হবে। কী কী তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন করা হয়েছে এমনটাই।
পাশাপাশি, সার্কুলারে লেখা হয়েছে, “আশা করি ভাল আছেন। সমস্ত জেলা সভাপতির কাছে অনুরোধ যে আপনাদের জেলায় সাংগঠনিক পরিকাঠামো আপনারা যতটা গড়ে তুলেছেন তাঁর পূর্ণ রিপোর্ট পাঠাতে হবে। যতটা ডেটা আপনি পাঠাবেন ততটাই সাংগঠনিক পরিকাঠামো আপনারা জেলায় তৈরি হয়েছে বলে ধরা হবে।”
কী কী তথ্য চাওয়া হয়েছে, দেখে নেওয়া যাক :
১. পূর্ণাঙ্গ জেলা কমিটি, জেলা মোর্চা কমিটি, ডিপার্টমেন্ট ও সেলে নিযুক্ত সমস্ত কার্যকর্তার নাম ও ফোন নম্বর।
২. পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি, মণ্ডল মোর্চা কমিটি, মণ্ডলের ডিপার্টমেন্ট ও সেলে নিযুক্ত সমস্ত কার্যকর্তার নাম ও ফোন নম্বর।
৩. সমস্ত ব্লক ও সমস্ত অঞ্চলের ব্লক ও অঞ্চল সমিতিতে নিযুক্ত কার্যকর্তাদের নাম ও ফোন নম্বর।
৪. মোট শক্তিকেন্দ্রের সংখ্যা, শক্তিকেন্দ্রে মনোনীত প্রমুখের নাম ও ফোন নম্বর।
৫. কতগুলি বুথ কমিটি সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত বুথ সভাপতির নাম ও ফোন নম্বর।