দেশজুড়ে চলছে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা।’ ১০০ দিন অতিক্রম করেছে এই কর্মসূচী। এবার ভারত জোড়ো যাত্রার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অযোধ্যার রাম মন্দির নির্মাণ ট্রাস্টের সম্পাদক চম্পত রাই। উল্লেখ্য, প্রবীণ এই ব্যক্তি সঙ্ঘ পরিবারের উগ্র হিন্দুত্বের মুখ বিশ্ব হিন্দু পরিষদের সর্ব ভারতীয় সহ-সভাপতি। বুধবার অযোধ্যায় তিনি বলেছেন, রাহুল গান্ধীর এই যাত্রা এক অসাধারণ কাজ। কনকনে ঠান্ডার মধ্যে তিনি দেশকে ঐক্যবদ্ধ রাখার বার্তা নিয়ে হাঁটছেন। সকলের উচিত তাঁর উদ্যোগকে সাধুবাদ জানানো।
প্রসঙ্গত, মঙ্গলবারই অযোধ্যার অস্থায়ী রাম মন্দিরের দীর্ঘদিনের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র সিং রাহুলের যাত্রার ভূয়সী প্রশংসা করে কংগ্রেস নেতাকে শুভেচ্ছা-চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ভারত জোড়ো যাত্রা এক মহৎ কাজ। আচার্য সরাসরি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের লোক না হলেও চম্পত রাই উগ্র হিন্দুত্ববাদী শিবিরের পরিচিত মুখ। হিন্দুত্ববাদী এই নেতা এমন সময় মুখ খুলেছেন, যখন উগ্র হিন্দুত্ববাদের খাসতালুক উত্তরপ্রদেশ পরিক্রমা করছে ভারত জোড়ো যাত্রা। সেজন্যই এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা। স্বাভাবিকভাবেই চাপে পড়েছে গেরুশিবির।
